রাম জোয়াদার,কোটচাঁদপুর ,ঝিনাইদহঃ
মঙ্গলবার দুপুরে সলেমানপুর পালপাড়া থেকে তাকে আটক করেন।
কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সঞ্চিত বিশ্বাস (২৩ কে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটা পলিথিনের বাজারের ব্যাগ থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সঞ্চিত কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের বলাই বিশ্বাসের ছেলে।
এ অভিযানে ছিলেন পৌর ফাড়ির এস আই আব্দুস সাত্তার,এ এস আই ইমরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
জানা যায়, সঞ্চিত বিশ্বাস পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।