হতাশা, দুঃখ, অবসাদ, ছিল আছে থাকবে। এসব জীবনের অংশ। সুখ, আনন্দ, হাসিতে ঢেকে দাও সকল অবসাদ। নতুন বছরে আসুক শান্তি, আনন্দ ঘরে ঘরে , মানুষ চিরদিন থাকুক মানুষের পাশে।
বিশ্বের প্রতিটি মানুষকে জানাই ২০২১ নববর্ষের শুভেচ্ছা। কোন কিছুই চিরস্থায়ী নয়।করোনা ভাইরাসের মহামারী দুর্যোগও একদিন থেমে যাবে।বিগত বছরে আমরা যে মৃত্যুর মিছিলের মধ্যে দিনাতি-পাত করেছি তা থেকে আল্লাহ আমাদেরকে আগামী দিনগুলোতে হেফাজত রাখুক এটাই প্রার্থনা।
নতুন বছরটি যেন সমাজ জীবন থেকে, প্রতিটি মানুষের মন থেকে সকল অনিশ্চয়তা, গ্লানি, হিংসা, লোভ, পাপ দূর করে। হানাহানি ভুলে প্রতিটি মানুষ একযোগে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাক এটাই প্রত্যাশা।
দূর হয়ে যাক সকল অন্যায় -উৎপীড়ন, নির্যাতন। স্বজন হারানোর বেদনা ভুলে নতুন উদ্যমে সাহসের সাথে বিশ্বের প্রতিটি মানুষ এগিয়ে যাক,জীবনে নেমে আসুক অনাবিল সুখ, খুলে যাক সমৃদ্ধির দ্বার।প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
আইরিন সুলতানা লিমা ।
লাইব্রেরি পরিচালক, চর্যাপদ সাহিত্য একাডেমি চাঁদপুর।