এই দিনটি বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় বাঙ্গালীরা সত্যিকারের বীর।
আমি আজ স্বরন করি ৩০ লক্ষ তাজা প্রান যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে দেশের জন্য এবং সেই ত্যাগি মা বোনদের কথা যারা বলি দিয়েছে আপন সম্ভান।
মহান আল্লাহ পাকের দরবারে তাদের জন্য দোয়া মার্জনা কামনা করি।
আজ বিজয়ের এই দিনে বাঙ্গালীর মহা উৎসবের দিন, আমি সাহিত্য পত্রিকা বাতায়ন24 পরিবারের পক্ষ থেকে প্রিয় দেশবাসিকে জানাই বিজয় উৎসবের শুভেচ্ছা ও ভালবাসা।
সেই সাথে আমি দেশবাসির কাছে দোয়া কামনা করি, আপনারা বাতায়ন24 পরিবারের জন্য দোয়া করবেন যাতে সব সময়ের জন্য বাতায়ন24 দেশ আর মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে।
সর্বপরি এই কামনা করি বিজয়ের আনন্দের উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর আর ঘরের কোনা।
সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে এক সাথে কাজ করা এবং একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা এই হোক সকলের দৃঢ় প্রত্যয়।
সকল দেশবাসীকে জানাই সাহিত্য পত্রিকা বাতায়ন২4 এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা
শুভেচ্ছান্তে
আজম পাটোয়ারী
প্রকাশক,বাতায়ন24.কম