সামিমা হুসাইন সানি
জোনাকিরা নিজে জ্বলে অন্ধকারকে আলোকিত করে
রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে
পাখিরা নির্ঘুম কাটিয়ে ভোর হতেই জাগিয়ে তুলে
কৃষাণেরা সূর্য দেখার আগেই কাঁচি হাতে বাড়ি ছাড়ে
কার্তিক শেষে অগ্রাহায়ন এলো কৃষকের খুশি নিয়ে
হেমন্ত এসেছে কুয়াশা ডাকা হালকা শীত নিয়ে
কৃষকেরা ধান কেটে মলং দিয়ে গোলা ভরে
কেউ কেউ বাইরে চুলা কেটে ধান সিদ্ধ করে
নবান্নের পিঠা পুলির আনন্দে ঢেঁকিতে ধান ভাঙে
খেজুরের রসের হাড়ি আছে বাঁধা গাছে সারিতে
কেউ কেউ রসের হাঁড়ি কাঁধে নিয়ে বাড়ি ফিরে
শীতের সকালে খেজুর রস খেতে হইচই পড়ে