মো সেলিম হোসেন
হৃদ-বাগানে দিয়েছি ঠাঁই প্রাণের মেরিঞ্জনাকে,
নানা রঙের ফুলের সুবাস বিলিয়ে দেবো বলে,
গোলাপ রাঙা অধর দেখে গোলাপ লাজে মরে,
দীঘল কালো কেশ দেখে মেঘেরা ভয়ে ডরে।
মুখের হাসি দেখব বলে আকাশ পানে চেয়ে,
রোজ নিশিতে রাত্রি জাগি তুমি আসবে বলে,
স্বপ্ন ঘোরে আসো তুমি রোজ নিশি হলে,
প্রভাত হওয়ার অনেক আগেই যাও তুমি চলে।
কি যে এমন যাদু করেছ আমায় তুমি প্রিয়,
একটা মিনিট না দেখিলে প্রাণ থাকে না দেহে।
এক জনমে নাইবা হলে আমার তুমি প্রিয়,
পরও জনমে আমার হয়ে সব পুশিয়ে দিও।
আঘাত যতই দাও না প্রিয় এই জীবনের তরে,
সবকিছু আমি সয়ে নেবো তোমার হাসি পেয়ে,
ঐ হাসিটুকু নিও না কেড়ে আমার থেকে তুমি,
ঐ হাসি ছাড়া পাগল হবো যেন নিও প্রিয় তুমি।