আজম পাটোয়ারী
হিমাদ্রিনী
ইদানিং বাঁম বুকটা থেকে থেকে একটু চিনচিনে ব্যথায় কুকড়ে যায়।
জানি তোমার কাছে আমার এই মিনতি শুধু অরন্যে রোধন মাত্র,
মূল্য হবে না এইজানি কথার ব্যাখ্যা যতন।
হিমাদ্রিনী
ইদানিং মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
সামান্য শব্দ নিপাতে।
তবে জানি এই কথা তোমার কাছে
পড়ে থাকবে নিষ্ফল মনন হয়ে।
হিমাদ্রিনী
ইদানিং ভরদুপুরে ঝকঝকে রোদে
চোখ দু’টি জাপসা হয়ে আসে ক্ষনে ক্ষনে।
তবে জানি এই কাহিনী তোমার কাছে
অমূল্য হবে না কোন কালের ইতিহাসে।
হিমাদ্রিনী
ইদানিং সারা বেলা তোমাকে খুব করে ভালবাসতে ইচ্ছে করে মন ঘরনে রেখে।
তবে জানি এই আবেগ ঝড়বে না বৃষ্টি হয়ে
তোমার স্বপ্ন বাগানে অসময়ের মেঘে।
হিমাদ্রিনী
ইদানিং তোমায় বড় ছুতে বাসনা জাগে গোপন গহিনে খুব করে সন্তপর্নে।
তবে জানি এই কথা তোমার কাছে হবে
নষ্টতার রঙ্গ নামে আমার পাপের সর্বনাম।
হিমাদ্রিনী
ইদানিং আর ভাল লাগে না কোন কিছুই
শুধু হারিয়ে যেতে মন চায় ঐ দূর আকাশে,
তারাদের ভিরে জ্যোৎস্নাহীন রাতে মেঘের আড়ালে সবার চক্ষুর সীমানা ছেড়ে।
তবুও কেন জানি বলে মন ডেকে চিৎকারে,
ভাল থেক তুমি ভাল থেক
উর্বর বাতাসের সজিব নিঃশ্বাসে।