তারেক আল মুনতাছির
হারাচ্ছে রোজ সুখ, দুঃখের মতো।
হারাচ্ছে অনুভূতি, স্বপ্নের মতো।
হারাচ্ছে শকুনেরা, শিকারীর মতো।
হারাচ্ছে দিনগুলো, রাত্রির মতো।
হারাচ্ছি তুমি আমি, আবেগের মতো।
হারাচ্ছি ক্লোরফিল, মেঘেদের মতো।
হারাচ্ছি চেনা মুখ, অচিনের মতো।
হারাচ্ছি ভুলে থাকা, অবুঝের মতো।
হারাবে অনেক শিরা, উপশিরা দেখে।
হারাবে চোখের জল, নগ্নতা মেখে।
হারাবে শিশুর মন, অবহেলা শিখে।
হারাবে মায়ের কোল,স্মৃতিটুকু রেখে।
এভাবেই হারাচ্ছি আমি,
এভাবেই হারাচ্ছো তুমি।
এভাবেই বেঁচে থাকা হেরে,
এভাবেই রোজ বাঁচা মরে।