নব নব রূপে আজি জাগ্ৰত করি
সুধারসে তারে আপন উত্তরী,
হৃদয়ে জড়ানো আবরণ খুলি
নব প্রেমের টানে শোনাবো গীতি।
খুঁজে পেতে চাই হারানো প্রেমের গান
চলো না খুঁজে দেখি নিসর্গ অভিধান,
নূতন রূপে তোমাকে পেতে চাই
প্রেমের অগ্নি টিকা পড়ায়ে তোমায়।
দু’জনে ডানা মেলে চলো উড়ে যাই
তারায় তারায় খচিত নীহারিকায়,
উষ্ণ প্রেমে বাঁধবো মোরা নীড়
পিপাসিত মনে নীলিমার বক্ষে।
নীলিমা যদিও অন্ধকারময় হয়
প্রেমের আলো জ্বেলে ভাসাবো তাকে,
অচেনা লোকের অকূল সাগরে ভেসে
আমরা রচিব প্রেমের বৃন্দাবন।
উদাসী বায়ুর স্রোতে ভেসে
মাতবো চলো মোরা মায়ার খেলাতে,
সোনালী আভায় ভেজাবো দেহমন
মেটাবো মোদের তৃষিত চাওয়া।
যত বেদন আছে চেতনা জুড়ে
তাকে ভাসিয়ে দেবো প্রেমের আলিঙ্গনে,
নূতন করে আবার হারিয়ে যাই চলো
তৃষিত রোদ্দুর ভালোবেসে।।