এস আর এ হান্নান
স্বরুপে সম্মুখে না আসিয়া
আড়াল থেকে হাসিয়া!
প্লান আঁটেন নাচিয়া
জাহাপনা যান গা ভাসিয়া!!
সামনে রাখেন সৈন্য
দায় এড়ানোর জন্য!
মানসিক অবস্থা দৈণ্য
অভিসন্ধি তাঁর অন্য!!
কাজে কর্মে কারিশমা
নেইকো তাঁর উপমা!
সুর তুলেছেন সারেগামা
খামাখা তাই গতর ঘামা!!
এমন আজব স্বয়ং আমি
বলবো না ভাই দায়ি তুমি!
হয়তো করি বড্ডো বোকামি
স্যালুট তাঁদের যারা দামি!!