কে এ বিপ্লব
মনে পড়ে ঠিক এমনি করে
প্রত্যেকটা সন্ধ্যা ছিল
আমার অপেক্ষার প্রহর
সে নিশ্চিত আসবে বলে।
সত্যিই তখন ছিল না প্রেম
না ছিল ভালোবাসা
ছিলনা কোন আবেগ
শুধু একটু দেখা ভাললাগা।
তারপর খুঁটিনাটি বিষয়ে
রাগ অভিমান দিনের পর দিন
কথা না বলে থাকা তারপর
কোন এক বিকেলে রাগ ভাঙানো।
গানের শব্দ কান অব্দি পৌঁছালে
অজুহাতে চলে আসতে ঘাটে
কলসিতে পানি নেয়ার ছলে
তাকিয়ে থাকতে মিমূগ্ধ নয়নে।
মাঝখানে কতগুলো প্রহর
ইচ্ছায় অনিচ্ছায় কেটেছে
জাগতিক নিয়ম আর কর্তব্যে
কি মায়াজালে! জড়ানো অনুভূতি।
আবার হাসিমুখে গল্পে ফেরা
আমার কথা গুলো এককালে
যার কবিতায় গাঁথা স্বপ্ন ছিল
যেন এই সাঁঝে শুধু ঝরা পাতা।