ঠিক সেই চোখ
যে চোখ পুতুল খেলায় ফুরিয়ে এসেছি ৷
সেই চোখ শেষে
কলেজ ক্যাম্পাসে,
ফিরতি বেলার বাসে
আবারও কোথাও
চমকে উঠি মাঝে মধ্যেই।
ঠিক সেই দিন
যে দিন, অর্থহীন
রংধনু সেজেছিল মন
অকারন, উল্লাসে
ব্যাস্ত শহর শেষে
এক পা দুই পা
এই ক্যাম্পাসে ।
ঠিক সেই গান
যে গানের, সুর সাধনের
বাউল নিরুদ্দেশে,
আরেক ছদ্দবেশে
দেউলিয়া আমি শেষে
এই ক্যাম্পাসে।