রেঁনেসার ছায়া তোমার কাব্যে
আনিলে অমিত্রাক্ষর ছন্দে,
নতুন ছাঁচে গাঁথিয়া তুলেছো
বাংলা পদ্য-নাটক-প্রবন্ধে।
বাংলার তুমি প্রিয় মধুকবি
ইন্দ্রজিতে দানিলে প্রান
বাংলা নাটক সনাতনী থেকে
লভিল জানি গো ত্রান।
শ্রেষ্ঠ তুমি হে মধুসূদন
বঙ্গ কবির দলে
বাংলা সাহিত্য তোমার হাতে
লভিল ফুল ও ফলে।
নাটক – পদ্যে আনিলে ছন্দ
নারী হলো বীরাঙ্গনা
বাঙালি লভিল নতুন চরিত
রাজা নীলধ্বজ ও জনা।
বাংলার পুরাণ , হয়েছে মহান
তোমার মহান করে,
রাবন-মেঘনাদ হয়েছে অমর
বাঙালির ঘরে ঘরে।
দাঁড়ায়ে পথিক সমাধিস্থলে
ক্ষণিকের তরে যে স্মরে
অমর তুমি হে মধুসূদন
প্রতিটি বাংলার ঘরে।।