রতন বসাক
উত্তর ২৪ পরগণা,পশ্চিমবঙ্গ, ভারত
জীবের সৃষ্টি করে ঈশ্বর
এই জগতে পাঠায়,
তাঁর দয়াতে যারা থাকে
শান্তি নিয়ে কাটায়।
আলো বায়ু জল ও খাদ্য
লাগে বাঁচতে গেলে,
সত্যের পথে চললে পরে
আশিস সদা মেলে।
অসৎ কাজটা করো যদি
সুখটা হয়তো পাবে,
ঈশ্বর সবই দেখছে বসে
কোথায় তুমি যাবে?
তাঁর ইচ্ছাতে আসা ধরায়
কর্ম শেষে ফেরা,
ভালোবাসা প্রেম পিরিতি
মোহ মায়া ঘেরা।
স্মরণ করবে সময় করে
শান্তি পেতে হলে,
লেখা নাইতো কিছু কবে
কখন যাবে চলে!