বাবুল আকতার
দূর্ঘটনার ঘনঘটায় বিষের অষ্টফাঁসে শেষ হয়ে এল দুই হাজার বিশ সাল,
একুশ রুধবে আঁধার ঝঞ্জা, বিষাদকে লাথি মেরে ঝলমলিয়ে উঠবে শুভ সকাল।
অপ্রস্তুত বান বন্যা নির্লজ্জ করোনার কালসিট অত্যাচারে বাকরুদ্ধ বিশ্ব সমাজ,
এসো সবাই মিলে বিশের ক্যালেন্ডারের পাতাগুলো আগুনে পুড়ে ফেলি আজ।
বিশের বিষবাস্পে বেদনার আর্তি,দরিদ্রতার ঘুর্ণিঝড়,অপ্রাপ্তির ব্যসার্ধে তলিয়ে সর্বস্ব হলো নিঃস্ব,
এতটা ভয়াবহ অস্বাস্থকর হতে পারে আমাদের প্রিয় আবাসভূমি
তা কখনো ভাবতে পারেনি বিশ্ব।
আবার মেরুদন্ড সোজা করে ঘুরে দাড়াবে স্বাভাবিকতায় পৃথিবীর অদম্য কোটি কোটি মানুষ,
বিশ্ব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর চেতনায় উজ্জীবিত করে তুলবে নতুন বছর একুশ।
একুশের নবদিন নিয়ে আসবে করোনার ভ্যাকসিন, ধ্বংস করবে ভাইরাসের যম,
একুশ তুমি এসো, অগাধ আস্থা আর বিশ্বাস নিয়ে, অসংলগ্নতার উপর দাঁড়িয়ে জানাই স্বাগতম।।