সাইদ খান
আমার হৃৎপিণ্ড থেকে
এক ফোটা রক্ত নিয়ে
তোমার কপালে পড়াবো টিপ।
সে টিপ ভালোবাসার প্রদীপ হয়ে ,
জ্বলবে নিশীথে আর
তুমি যখন আয়নায় মুখ দেখবে
তখন মনে পড়বে আমার কথা ওগো স্বর্ন লতা ।
তুমি যতো দূরে যাবে
তোমার কপালের টিপ
তোমাকে নিয়ে আাসবে আমার কাছে।
তুমি ভুল তে চাই লে ঐ টিপ
বলেবে তুমি আমার ছিলে আমার ই রবে চিরকাল।