মানুষ স্বপ্ন এমনি দেখে,
আমি বলি, তা দুঃখে দেখে
কেউ বা বলে,
স্বপ্ন নাকি ক্লান্তি হলে আসে।
স্বপ্নের রং হরেক রকম,
স্বপ্নে সব রকম সকম,
রামধনু রঙে রাঙিয়ে দিলে গল্প হবে মধুর|
স্বপ্ন আবার হরেক রকম।
মগজের সব খেলা,
দিবাস্বপ্নে স্বাস্থ্য খারাপ
স্বপ্ন হাজার মেলা,
স্বপ্নে যাব মিশর দেশ।
তুতেন-খামেন পিরামিড,
স্বপ্নে পাবে রবি ঠাকুর
স্বপ্নই কালপ্রিট,
স্বপ্ন দেখে দুর্বলরা,
সব তাে সত্যি হয়না।
স্বপ্নে তুমি রাজাও হাও,
“সত্যি” সমাজ মানে না|
তােমার আমার স্বপ্নে ফারাক,
তবু দেখতে নেইতাে মানা!
স্বপ্ন আমার বাঁচার খােরাক,
মরতে আমি চাইনা ||