মো: কামরুল হাসান
জীবনের প্রয়োজনে
খুঁজে ফিরি যাকে-
সময়ের ব্যভিচারে
বিরোধীতা তাতে।
সহসা অমিল,দৃষ্টিতে ছানি-
অতীতটা গেছি ভুলে
কিছু নাহি জানি।
দেখা মেলেনা তার-
বিভৎস ব্যভিচার,
কুৎসা রটি সবে, লোকালয় অন্ধকার।
কথা বলি ছন্দে,অমোঘ মন্ত্রে-
ফিরে যায় ভরসায়।
পরিশেষে নিরাশা,যাতাকল যন্ত্রে।
কথা কাজে নাহি মিল,
ভোগান্তি অন্তে-
প্রতিনিধির সিল আছে স্বাক্ষরে গড়মিল।
সকালের সোনারোদে যে কথাটি শোনা যায়-
বেলা বেড়ে দুপুরেতে
কথা সুরে মিল নাই।
হরিপদ দিশেহারা,পাশে নেই দাদাভাই-
সকালে কথাগুলো বেলা বেড়ে ঘুরে যায়।
স্বপ্নের ফেরিওয়ালা অবশেষে টাকা চায়,
পথচারি হয়ে পড়ে অবশেষে অসহায়।
সকালের সুবাতাস হয়ে যায় ভারি-
সূর্যটা ক্রমাগত তাপদাহ বাড়ি।
আসে মেঘ আসমানে,
বাতাসেতে আড়ি।
আবার হবে দেখা-
সেদিন দুরে নয়,
সময়ের প্রয়োজনে
দুরত্ব বেড়ে যায়।
থাকবোনা আমি, চলে যাবে তুমি-
স্বপ্নটা হারাবে মহাকালে জানি।