কবির আহমেদ
স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ,
আল হাদিসের বাণী।
সব মানুষের স্বদেশ প্রেম,
রাখতে হবে জানি।।
দেশ প্রেম না থাকলে পরে,
মুমিন সে তো নয়।
মুমিন বান্ধাই খাঁটি মানুষ,
বিশ্ব নবী (সাঃ) কয়।।
দেশের জন্য লড়তে হবে,
ভালোবাসো দেশটা।
দেশকে মোদের গড়তে হবে,
বিলাইব জীবনটা।।
দেশ প্রেম হলো মহা প্রেম,
মানুষে’র জীবনে।
দেশের জন্য জীবন বিলাও,
ভয় করোনা মরণে।।
দেশের জন্য জীবন দিয়ে,
লক্ষ মানুষ শহীদ হয়।
পাক হানাদার হটিয়ে দিয়ে,
স্বাধীনতা ছিনিয়ে লয়।।
আমার দেশের স্বাধীনতা,
রক্ষা পাওয়ার তরে।
জীবন বাজি করে মোরা,
রাখবো জীবন ভরে।।