নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে নীলফামারীর-সৈয়দপুর সড়কের যুব ইউনিয়ন অধিদপ্তরের সামনে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
নিহত আব্দুল খালেক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাঙ্গালপাড়া এলাকার একরামুল হকের ছেলে ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল খালেক ঠিকাদারি কাজ শেষে নীলফামারী থেকে সৈয়দপুর আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।