সামিমা হুসাইন সানি
আমি তো নারী তাই বন্ধ ঘরে তালা মেরে করেছি তোমার সাথে আড়ি
যতোই থাকুক গোপন তালা খোলার চাবি তোমার হাতে
নষ্ট চাবি দিয়ে দিবোনা গোপন তালা খুলতে তোমাকে
তোমায় ভালোবেসেছি তাই বলে কি
ভেবেছো গোপন ঘরের তালা খুলতে দেব কি,,,
না না তা হবে না তালা আমি খুলতে দিব না
তালা খুলতে হলে লিগাল লাইসেন্স লাগবে
লাইসেন্স যদি করতে পারো ঘর সাজাতে অনুমতি দিব
সেই ঘরেতে দুইজন বসে থাকবো আশায়
গোপন তালা খোলার নেশায়
তালা যখন খুলবে তুমি
ভাসাবো দুজন সুখের তরী
সুখের তরীতে ভাসবো যখন জোয়ার ভাটা আসবে তখন
জোয়ার ভাটায় ভাসতে ভাসতে
চলে যাবো সুখ সমুদ্রে