সামিমা হুসাইন সানি
সুখ সুখ সুখ করে
বেড়িয়ে গেলাম সুখের সন্ধানে
কোথাও মিললোনা সুখের খোজ
তবুও খুজতে থাকি সকাল সন্ধা রোজ
হঠাৎ একদিন সুখ এসে
ধরা দিল আপন মনে
বিনাদোষে ভুল বুজে
চলে গেল খাঁচা ছেরে
মাঝে মাঝে ইচ্ছে করে
খাঁচার বাইরে আদার দিতে
আদারের নেশায় পরে
যদি আসে খাঁচাতে
এখন আমি শূন্য খাঁচা নিয়ে
আছি পরে
সুখ সে তো চলে গেছে
নতুন খাঁচার সন্ধানে
এখনো খাঁচার দুয়ার
রেখেছি খুলে
যদি ভুল করে কখনো
খাঁচার ভিতর ডুকে পরে।