চিত্তরঞ্জন সাহা চিতু
ব্রিটিশ তাড়াতে ভারত বর্ষে যার বড় অবদান,
ছোট হলেও কুলিমের ছানা বাঙালির সন্তান।
ব্রিটিশ তাড়াও দেশকে বাঁচাও শ্লোগান ছিল তার,
রাজপথে সে রক্ত দেবে ফেরবে না ঘরে আর।
বীরের জাতি এবার জেগেছে বুঝিয়ে ওদের দেবে,
ব্রিটিশমুক্ত ভারত বর্ষ স্বপ্নটা বুকে নেবে।
ব্রিটিশের গুরু লাটকে মেরে যুদ্ধ হবে শেষ,
লাল সূর্য উঠবে আকাশে স্বাধীন হবে দেশ।
সূর্য উঠছে টকটকে লাল ক্ষুদিরাম আজ নেই,
ফাঁসিতে ঝুলে জীবন দিয়েছে সাহসী বীর সেই।