সাইদ খান
চোখের তারায় আমি শুধু তোমাকেই দেখি
রুপের ধারায় আমি শুধু তোমাকেই দেখি ।
তুমি আমার নয়ন মনি আসমানের ই চাঁন
তোমারে না দেখিলে বাঁচেনা পরান।
সূর্য তারা যতদিন উঠবে গগনে
তোমার কথা বন্ধু আমার থাকবে মনে।
ভুলবোনা বন্ধু তোমায় দিলাম যে কথা
তোমাকে ভুলতে গেলে বুকে লাগে ব্যথা,
তুমি আমার সাত রাজার ধন মানিক রতন
তুমি আমার হইলে বন্ধু তোমায় করিতাম যতন।