সাক্ষী খুঁজে না পাওয়ায় শমী কায়সারকে সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ ৩ ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন পিবিআইর পরিদর্শক লুৎফর রহমান। প্রতিবেদনের ওপর শুনানির জন্য ৪ মার্চ দিন ধার্য করেন আদালত।
পিবিআইর পরিদর্শক লুৎফর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি। ফলে শমী কায়সারকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি।