মাজেদুল হক
পথিক তুমি কে ?
এভাবে চাহিলে যে আমার দিকে ;
পরিচয় দাও চেনা প্রয়োজন ,
দেখে মনে হয় শত বছরের পরিচিত প্রিয়জন ।
মুখ তুলে চাও,
কি বলিবে তুমি সোজা বলে যাও ;
অতীতে ছিল কি কোন লেনাদেনা ?
চোখে চোখ রেখে বলো অভিমান করে কিছু লুকাবেনা।
মুখোশ খুলিয়া ,
অবুঝের মতো নিরবে কাঁদিয়া ;
বলিতে লাগিল ছিল যত মনে,
তুমি ভুলে গেছো আমিতো পারিনা নিত্য ভাসে নয়নে।
মুখ দেখে বুঝি ,
বহুদিন পরে সে পেয়েছে খুঁজি ;
উভয়ের মনে শুধু হাহাকার ,
দুচোখের জল মুছাবার মতো নেই আজি অধিকার।
ইশারা করিছে ,
চলে যেতে হবে লোকটি আসিছে ;
বুঝেছি লোকটি তাহার এখন,
ধর্মের নীতি সংসার প্রীতি সবটুকু প্রয়োজন।
থাকিতে হায়াৎ,
কভু দু’জনে কি হবে সাক্ষাৎ?
নিয়ে গেল তাকে নিদয়ার মত,
সে তাকায় ফিরে তাই চেয়ে থাকি হৃদয়ে রয়েছে ক্ষত।