সৌমেন দেবনাথ
(যশোর,বাংলাদেশ)
ব্যাধি ঘুরুক আশপাশ যত
থাকুক দুঃখ-রাশি,
এরি মাঝে চলতে হবে
হাসতে হবে হাসি।
শত কষ্ট থাকুক বুকে
থাকুক নানান আফসোস,
মনকে ভারি করবো না কেউ
মেজাজ রাখবো বেশ খোশ।
হতাশ কভু হবো না ভাই
আয়ু তাতে কমে,
ফূর্তি বজায় রাখবো মুখে
প্রতি দমে দমে।
কারোর সুখে বাদ দাও হিংসা
হও না উদার আকাশ,
মনের থেকে জ্বরা ভাবনা
করে ফেলো বিনাশ।
এদিক সেদিক হাটো তুমি
মনটা থাকবে সতেজ,
গুমোট ঘরে থাকলে একা
হয়ে পড়বে নিস্তেজ।
মানুষকে নাও সহজ ভাবে
লেগো না তার পাছে,
কাউকে কভু দূর করো না
রাখবে ধরে কাছে।
মানুষ তোমার করলে ক্ষতি
নিও না জিদে শোধ,
তাকে একটু ভাবতে তো দাও
জাগবে ভেতরের বোধ।
মানুষ বড় বোকা বলে
বোঝে না নিজের ভুল,
একটু যদি বুঝিয়ে দাও
বদলে যাবে আমুল।