১৯৭১,সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই ভূমিতে। বিশ্বের মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের মধ্য দিয়ে বিজয় এসেছে এই সোনার বাংলায়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
জাতির গৌরবজ্জোল মহান এ দিবসে বাতায়ন24 এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাতায়ন24, এর সাথে থাকা সকল পাঠক, কবি লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
খোরশেদ আলম বিপ্লব
সম্পাদক ,বাতায়ন24
আমি আবেগে আপ্লুত মহান বিজয় দিবসের দিনে বাতায়ন২৪ অনলাইন ওয়েব সাইটে আমার সরচিত কবিতাটি প্রকাশ করার জন্য,আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্মানিত সম্পাদক ও সকল কলাকৌশলিদের। বিজয় দিবসের শুভেচ্ছা রইল।