পলি
একটা সুশৃঙ্খল সমাজ হক ,
সেখানে মানুষ নামের সকল প্রাণীর স্থান হবে ,
থাকবেনা ভেদাভেদ,থাকবেনা হিংসা বিদ্বেষ ।
সেখানে স্থান পাবে সমাজের সকল
শ্রেণীর মানুষ ,
সেখানে বিচার হবেনা ধনী, গরিবের ,
থাকবেনা জাহির জুলুম ,
সকল কর্ম হবে সকলের চোখে সমান ,
কর্মগুণে কেউ পাবেনা পরিচয়
সবার একটাই পরিচয় হবে মানুষ ।
গুণিদের কদর নয় ;কদর হবে মানুষের
নংরা বলে ছুড়ে ফেলা হবেনা পথের ধারে
পরে থাকা মানুষদের ,
খাবারের জন্য হা হা কার হবেনা
খুদার জন্য জ্বলবেনা পেটের আগুন ।
সাদা আর কালো চামড়ার পার্থক্য থাকবেনা ,
সেখানে একটাই পরিচয় হবে শুধু মানুষ ,
ধর্মের দোহায় দিয়ে কেউ অন্যয় জুলুম করবেনা ,
সব ধর্মের মানুষ পাবে যোগ্য সম্মান ।