হাসান বাবু
যে দিন আমার লাশ যাবে বাড়ি
সে দিন সবাই আসবে ছুটে
এক নজর দেখার লাগি।
ভালবাসার আবেগ, মায়ার বন্ধন সব ছেড়ে
যেতে হবে আমায় আপন বাড়ির তরে।
দিব না সাড়া যতই নাড়বে কড়া ভাঙ্গবে না মোর ঘুম
করই যত ধামধুম।
সেদিন যদি হেসে
দুহাত বাড়িয়ে
সৃষ্টি কর্তাকে বল ডেকে
আমার বন্ধুর সব অপরাধ
করে দিও মাফ
দিওগো জান্নাত ওহে প্রভু দয়াময়