সংঘাত-সহিংসতার শংকা নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।
আজ বুধবার সকাল ৮টা থেকে ৭৩৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ভোটের গ্রহণের শুরুর দিকে কিছু কেন্দ্রে ভোটারদের লাইন থাকলেও অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
ভোট নেওয়ার দায়িত্বে আছেন ৭৭৫ প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ পোলিং অফিসার।
প্রতি সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৬ জন করে এবং ৪১৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে সদস্য নিয়োজিত আছে। এছাড়া ২৫ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪১টি টিম মোতায়েন করা হয়েছে।
নগরী জুড়ে পুলিশ, বিজিবি সদস্যদের টহল শুরু হয়েছে গত সোমবার থেকেই। এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে। ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ হয় ২৫ জানুয়ারি রাত ৮টায়। নির্বাচনী প্রচারণা শেষ হলেও অনলাইনে প্রচারণার মাধ্যমে সরব ছিলেন প্রার্থী, কর্মী সমর্থকরা।
এবারের নির্বাচনে নৌকার হয়ে লড়ছেন মো. রেজাউল করিম চৌধুরী আর ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন, মিনার প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, আম প্রতীকে এনপিপির আবুল মনজুর, হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। তাদেরকে রায় দিবেন নগরের ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ ভোটার।