নন্দীতা দাশ
শোন এক শ্রেষ্ঠ বীরের গল্পকথা
যে এনে দিয়েছিল, বাঙ্গালী জাতিকে
স্বাধীন একটি দেশ স্বাধীনতা।
বাঙ্গালীর চিন্তায়, চেতনায় তাই তো থাকবে গাঁথা।
আমাদের বঙ্গপিতা, আমাদের শ্রেষ্ঠ নেতা।
শোন এক শ্রেষ্ঠবীরের গল্প কথা,
আমরা তো ছিলাম পরাধীন
হয়েছি মুক্ত স্বাধীন।
জাতির পিতার এই অবদান
ভুলতে পারবো কি কোন দিন।
তিনি দিয়েছে তার রক্ত ও তার পরিবার
আমরা কি পেরেছি ? শোধরাতে সেই ঋন ?
তিনি ছাড়া কেউ কি করেছে এত ত্যাগ তিতিক্ষা।
তিনি ও স্বাধীনতা তাই তো এক সুতোয় গাঁথা।
আমরা কি পারবো রাখতে তার রক্তের দাম ?
আমরা কি পারবো? রাখতে স্বাধীনতার মান ।
এসো হাতে হাত রাখি, গাহি সাম্যের গান
রাখতে যেন পারি, তার রক্তের দাম
স্বাধীনতার মান।।
তাহলেই ক্ষুন্ন হবে না দেশের সম্মান।।