বাবা মানে অনুপ্রেরণা
চলার পথে শক্তি,
মেনে নেয় যত শত বায়না
আছে যত ভক্তি।
আমার হাসিতে তার হাসি রয়
কান্নাতে কান্নাময়,
শত কষ্টের মাঝেও খুশি হয়
যেখানে আমার জয়।
কি যে এক সেতুবন্ধনে রই
সুখের নদী বাবার,
প্রদীপ জ্বালা বন্ধু আমার সেই
সুপথ দেখায় চলার।
কঠিনতা যত সহজ হয়
এই বাবাটির জন্য,
প্রভুর দেওয়া নক্ষত্রটি রয়
করতে আমায় ধন্য ।