তাপস কুমার বর (ভারত)
বুকঝরা কালোঘামে,
তোমার পরিশ্রম ওরা কি বোঝে?
শ্রমিক!
তোমার ওই রক্তঝরা কালোঘামে,
ওরা দাম দিতে নাহি পারে।
শুধু ক্ষমতার জোরে,
অর্থলোলুপ শাসন চালাচ্ছে।
শ্রমিক!তোমার রক্তঝরা ঘামে,
ওরা দাম দিতে নাহি পারে,
ওরা জানবে সেদিন?
তোমার বিনাশে,
যেদিন তুমি থাকবে না,
এই পৃথিবীলোকে।
তোমার রক্তঝরা কালোঘামে,
ওই সুন্দর সিংহাসন গড়ে উঠেছিল,
তোমার পরিশ্রমের কালোঘামে।
ওরা মূল্য নাহি দিতে পারে,
একদিন জানবে?
সেদিন মাথানত হয়ে,
তোমার পায়ে ওরা একদিন ক্ষমা চাইবে !
শ্রমিক!তোমার পরিশ্রমে,
ওই রক্তঝরা কালোঘামে।