হোক ফাল্গুন কিংবা হোক
বৃষ্টিভেঁজা আষাঢ় মাসে,
শেষ বিকেলের মেয়ে কখনো বসেনি আমার পাশে
আমার উদাসী মন আজও তোমায় ভালোবাসে।
হে ! শেষ বিকেলের মেয়ে তুমি এসো, এসো হে
এসো আমার কাছে
এসো তুমি তেমন করে,নদীর কাছে শ্রাবণ আসে।
যেমন করে
আমি জানি তুমি আসবে না তেমন করে,
প্রেমিকের মনে নয়া ফাগুন আসে যেমন করে
তুমি এসো এমন করে
জুলেখা এসেছিলো ইউসুফের কাছে যেমন করে।
ওহে! শেষ বিকেলের মেয়ে
তুমি এসো তেমন করে,
প্রকৃতিতে আষাঢ়, শ্রাবণ ধারা ও
প্রেম নিয়ে ফাগুন আসে যেমন করে।
আমার কাছে এসো
উদিত সকাল হয়ে,শেষ বিকেল হয়ে।
যদি তুমি আসো শেষ বিকেলের মেয়ে হয়ে
তবে তোমার সকল স্মৃতি আমার মনে যাবে রয়ে।
আমি জানি,হ্যাঁ আমি জানি
বৃষ্টিভেঁজা আষাঢ় , শ্রাবণ ধারা
কিংবা প্রেমা ফাগুন হয়ে তুমি আসবে না
নতুন সকালের মতো আমায় ভালোবাসবে না।
তুমি কেনো আজ আগের মতো হাসোঁ না ?
কেনো শেষ বিকেলের মতো আমায় ভালোবাসো না?
নতুন বন্ধুদের নিয়ে তুমি ভালো থেকো
তুমি ভালো থেকো সবাইকে নিয়ে
আমার শেষ বিকেলের মেয়ে।