গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো শেরে-বাংলা স্মৃতি পদক ও মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড -২০২০ পেয়েছেন। গত ২৫ ডিসেম্বর শুক্রবার ঢাকার সেগুনবাগিচা কচি-কাঁচা মিলনায়তনে শেরে-বাংলা স্মৃতি পদক ও ৫ ডিসেম্বর হোটেল অরনেট,বিজয় নগরে মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড -২০২০ তাকে এ পদক প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন ও মাদার টেরিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং
অগ্রগামী মিডিয়া ভিশনের পক্ষ থেকে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে করোনা মহামারিতে জন সচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এ পদক দুই টি প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে কবি সাহিত্যিক,লেখক সাংবাদিক,গবেষক, আইনজীবী,সমাজ সেবক সহ উক্ত সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।