বাতায়ন24.কম
রবিবার, মার্চ 26, 2023
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
বাতায়ন24.কম
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা মূলপাতা বিশেষ কলাম

শেখ হাসিনার নেতৃত্বেই আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলা দেশ: মোহাম্মদ হাসান

batayan24 দ্বারা batayan24
ডিসেম্বর 24, 2020
ভিতরে বিশেষ কলাম
0 0
0
3
শেয়ার
307
অবলোকন
ফেসবুকে ভাগ করুনটুইটারে শেয়ার করুন
শেয়র করুন

একজন রাষ্ট্র নেতাকে অবশ্যই মানবতাবাদী হতে হয়। মানবতাবাদী রাষ্ট্র নেতাই সাহসী হন দূরদর্শী হন। মানুষের প্রতি মমত্ববোধকে তিনি তার দায়িত্ব মনে করেন বলেই রাষ্ট্রের গরিব-দুঃখী মধ্যবিত্ত-উচ্চবিত্ত সকল মানুষ তার দ্বারা উপকৃত হন। একটি রাষ্ট্র বা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা কিংবা এগিয়ে নেয়ার জন্য একজন মানুষের আগমন জরুরী। বাঙালী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছিল বলেই আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা ঘরে এসেছে। তেমনি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা রাজনীতিতে এসেছেন বলেই বাংলাদেশ আজ মানে-সম্মানে-সম্পদে এক ঈর্ষণীয় উচ্চতায় উঠে এসেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। শতভাগ আলোর পথে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা প্রমাণ করেছেন, প্রধানমন্ত্রিত্ব তাঁর কাছে বড় নয়, রাষ্ট্র ও জনগণের নেতৃত্বই বড় কথা।

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ বিশ্ব স্বীকৃত। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃতু্যর হার হ্রাস, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে দেশে জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক, পুরস্কার আর স্বীকৃতিতে।

গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সঙ্গেই বেড়ে উঠেছেন তিনি । রাজনৈতিক পরিবারে জন্ম নেয়ায় কিশোর বয়স থেকেই তার রাজনীতিতে পদচারণা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন ও ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্রী সংসদের (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। বর্তমানে বিদেশিরাও বাংলাদেশের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অসাধারণ।

দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ শান্তি বিরাজ করায় উন্নয়নধারা অব্যাহত রয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুত পৌছেছে। গ্রাম এবং শহর প্রায় সমান্তরাল উন্নয়ন অগ্রগতিতে ধাবিত হচ্ছে। আর তাঁর নেতৃত্বেই যেহেতু দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, সেহেতু কেউ আর অন্ধকারের দিকে ফিরে যাবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান এদেশে হবে না।

এইতো মনে হয় যেন সেদিনই তো হাটবারে হাঁট থেকে আধা সের ( তখনও লিটারের প্রচলণ ছিলো না, সের ছটাকেটর হিসেবে চলতো) কেরসিন কিনতে হতো আমার মত দেশের দুই তৃতীয়াংশ পরিবারকে। নব্বই এর দশকের মাঝামাঝি দিনগুলোতেও এমন চিত্র হরহামেশাই দেখেছি বেশ। ভাবতে বেশ ভালোই লাগছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশরত্ন শেখ হাসিনা’র হাত ধরে আমজনতার জীবন যাত্রার মান বেড়েছে বেশ। সে আঁধারের যুগ পেরিয়ে দেশ শতভাগ আলোকিত হতে চলেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গত দু’মেয়াদে বাংলাদেশ বিদ্যুৎ খাতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে সরকারের বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃপক্ষ দেশের সকল গ্রামগুলো আলোকিত করার কাজ করে যাচ্ছে। সারা দেশে শতভাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ খাতে চলমান বিশাল কর্মযজ্ঞেরও যবনিকা পাত হতে চলছে। শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ। বিদ্যুৎ সেবার মধ্যে এসেছে জাতীয় গ্রিডের আওতায় থাকা সব গ্রাম ও পরিবার। শুধু বাকি রয়েছে গ্রিড এলাকার বাইরে থাকা ৩ লাখ ৭ হাজার ২৪৬ পরিবার। এ পরিবারগুলোতে বৈদ্যুতিক আলো জ্বললে সব নাগরিককে বিদ্যুেসবার আওতায় আনার মাইলফলক অর্জিত হবে। আগামী মার্চের মধ্যে এ পরিবারগুলোতেও বিদ্যুত্ পৌঁছে যাবে। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ পূর্তিতে দেশের সব নাগরিক পাবেন বিদ্যুৎ সুবিধা । আলোয় উদ্ভাসিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

গেলো উনিশ ডিসেম্বর জাতীয় দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে মাহবুব রনি’র ‘শতভাগ বিদ্যুতের দ্বারপ্রান্তে দেশ’ শিরোনামের একটি সংবাদ। তাতে একপর্যায়ে তিনি এভাবে লিখেছেন, বিদ্যুৎ বিভাগ এবং বিতরণ কোম্পানিগুলো সূত্র জানায়, গত নভেম্বর পর্যন্ত দেশের ৯৮ শতাংশ গ্রাম-পরিবার বিদ্যুত্ সংযোগ পেয়েছে। ৯৮ হাজার ৩১৯টি গ্রামের মধ্যে ৯৫ হাজার ২৪০টি গ্রাম শতভাগ বিদ্যুতায়িত করেছে সংশ্লিষ্ট সংস্থা-কোম্পানিগুলো। এখন বাকি রয়েছে ৩ হাজার ৭৯টি গ্রাম। এ সবগুলো গ্রামই পার্বত্য, দ্বীপ এবং চরাঞ্চলের। এগুলোতে গ্রিড বিদ্যুৎ সরাসরি পৌঁছানো যায়নি। তাই বিকল্প উপায়ে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নীতি-বিশ্লেষণী সংস্থা পাওয়ার সেলের তথ্যমতে, বিতরণ সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্রাম বাকি রয়েছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। এ সংস্থার আওতাধীন ২ হাজার ৫২ গ্রামে বিদ্যুৎ পৌঁছেনি। শতভাগ বিদ্যুতায়নের পথে সবচেয়ে বেশি মাইলফলক অর্জনকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ১ হাজার ১৪টি গ্রাম বাকি রয়েছে। রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় ৯টি গ্রাম এবং উত্তর অঞ্চলের কোম্পানি নেসকোর আওতায় ১৭টি গ্রামে বিদ্যুতায়ন হয়নি। ঢাকায় বিদ্যুৎ বিতরণে দায়িত্বরত দুই সংস্থা—ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকায় সব পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার ৫০ বছর এবং মুজিব শতবর্ষকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। সে লক্ষ্য নির্ধারিত সময়ে বাস্তবায়িত হচ্ছে।

চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ সদস্যদের দেওয়া চিঠিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৫ অনুযায়ী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের যৌথ চেষ্টায় বিদ্যুত্ উপাদন সক্ষমতা (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন সাত জেলা এবং ২৮৮টি উপজেলা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। মুজিববর্ষের মধ্যে অবশিষ্ট উপজেলা গুলোতে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যুতের গ্রাহক সংখ্যা বর্তমানে ৩ কোটি ৮৭ লাখ এবং দেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। অবশিষ্ট ২ শতাংশ জনগোষ্ঠীর অধিকাংশের অবস্থান প্রত্যন্ত অফগ্রিড এলাকাসমূহে। এ সব এলাকায় সাবমেরিন ক্যাবল এবং সোলার মিনিগ্রিডের মাধ্যমে বিদ্যুই পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, শতভাগ বিদ্যুতায়নের পথে অনেক বাধা ছিল। এখনো আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় সেসব বাধা পেরিয়ে এখন সাফল্যের দ্বারপ্রান্তে আমরা। বিদ্যুত্ উত্পাদন থেকে বিতরণ পর্যন্ত নিয়োজিত সবাই একটি দল হয়ে কাজ করার ফলাফল হলো—নির্ধারিত সময়সীমার মধ্যে এ অর্জন।

সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাকে জাতীয় গ্রিডের আওতায় আনা হয়েছে। কক্সবাজারের প্রায় ২১৫ বর্গকিলোমিটারের কুতুবদিয়া দ্বীপকেও পাঁচ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ চলমান রয়েছে। নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের জন্যও একই ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আইপিপিপির মাধ্যমে হাতিয়া দ্বীপে ৮ থেকে ১০ মেগাওয়াট তরল জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করছে পিডিবি।

আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন জানান, তার সংস্থায় আওতায় ৪৬২টি উপজেলার মধ্যে ৪৬১টিতে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। অফগ্রিডে থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে।

পার্বত্য তিন জেলায় ৫৬ হাজার গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানোর কাজ চলমান রয়েছে। এর বাইরে দুর্গম পাহাড়ে থাকা আরো ৪০ হাজার পরিবারের কাছে গ্রিড লাইনের বিদ্যুৎ নেওয়া সম্ভব নয়। সেখানে সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুত্সংযোগ দেওয়ার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে। রংপুর ও রাজশাহীতে গ্রিডের বাইরে থাকা দুর্গম চরে বিনা মূল্যে সোলার হোম সিস্টেম স্থাপন করছে নেসকো। এতে ১৩টি চরে বসবাসরত ১২ হাজার ৬৯০টি পরিবার সৌরবিদ্যুৎ পাবে।

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেই নব্বইয়ের দশকে এই সাবমেরিন নিয়ে সরকার প্রধান ও সরকার দলের পদক্ষেপ এবং অপরিপক্ক যুক্তি উপস্থাপন জাতিকে হতাশও করেছিলো বেশ। দেশরত্ন শেখ হাসিনার বিচক্ষণতায় সেই সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা মুজিবের বাংলায় দ্বীপ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেবে সাবমেরিনে, আর পার্বত্য ও দুর্গম এলাকায় সৌর বিদ্যুৎ-এ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন গিয়েছিল বলে সে পথ ধরে আজ তথ্যপ্রযুক্তি সহ শতভাগ আলোর পথে জাতির পিতার সোনার বাংলা।

মোহাম্মদ হাসান।

লেখক,সাংবাদিক ও কলামিস্ট।

Tags: এগিয়ে যাচ্ছেনেতৃত্বেবাংলা দেশমোহাম্মদ হাসানশেখ হাসিনা

অনলাইন সাহিত্য পত্রিকা বাতায়ন24-Subscribe করার জন্য ধন্যবাদ

Unsubscribe
আগের পোস্ট

বাসক পাতা

পরের পোস্ট

ইতিহাসের পুনরাবৃত্তি

batayan24

batayan24

অনলাইন বাতায়ন24 নব দিগন্তে সত্য হোক উন্মোচন

পরের পোস্ট

ইতিহাসের পুনরাবৃত্তি

সব সময়ের জনপ্রিয়

  • চলমান
  • মন্তব্য
  • সর্বশেষ

চা বানানোর কয়েকটি সহজ নিয়ম

সেপ্টেম্বর 3, 2022

ময়মনসিংহ গীতিকা : লোকজীবনের স্বরূপ অন্বেষণ

সেপ্টেম্বর 3, 2022

সৈয়দপুরে কনের সাথে জোর পূর্বক অশ্লীল ছবি তুলে টাইগার বাহিনী’র প্রতারনা

অক্টোবর 29, 2021

দ্বীন শিক্ষার গুরুত্ব ও ফজীলত

সেপ্টেম্বর 3, 2022

ত্বক ও চুলের জন্য টক দইয়ের ঘরোয়া প্যাক

সেপ্টেম্বর 3, 2022
ফাইল ফটো

তুমি কবি ! মহাকবি !

2
ফাইল ফটো

মা

2

সুতার বাধন প্রতি রাতের কান্না পর্ব ৩য়

2

আমাদের কাছে লেখা পাঠানোর নিয়ম।

2

মোঃ সেলিম হোসেন এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা

2
বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ইমামের মৃত্যু

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ইমামের মৃত্যু

মার্চ 25, 2023
সৈয়দপুর-নীলফামারী

সৈয়দপুরে চার প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা

মার্চ 25, 2023
মতলব উত্তরে গণহত্যার দিবস পালিত

মতলব উত্তরে গণহত্যার দিবস পালিত 

মার্চ 25, 2023

বাংলাদেশ বিমানের ইমেইল সার্ভার এখনও হ্যাকারদের দখলে ; দাবি ৫০ লাখ ডলার

মার্চ 25, 2023

আক্কেলপুরে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

মার্চ 25, 2023

সাম্প্রতিক প্রকাশিত

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ইমামের মৃত্যু

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ইমামের মৃত্যু

মার্চ 25, 2023
সৈয়দপুর-নীলফামারী

সৈয়দপুরে চার প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা

মার্চ 25, 2023
মতলব উত্তরে গণহত্যার দিবস পালিত

মতলব উত্তরে গণহত্যার দিবস পালিত 

মার্চ 25, 2023

বাংলাদেশ বিমানের ইমেইল সার্ভার এখনও হ্যাকারদের দখলে ; দাবি ৫০ লাখ ডলার

মার্চ 25, 2023

আক্কেলপুরে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

মার্চ 25, 2023

রমজানের প্রথম জুমায় সারাদেশের মসজিদগুলো ছিল উপচে পরা মুসল্লির সমাগম

মার্চ 25, 2023
বিবিসি

তিউনিসিয়া উপকূলে গত দু’দিনে পাঁচটি নৌকাডুবির ঘটনা ; নিখোজ ৬৭

মার্চ 25, 2023

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ১৩

মার্চ 25, 2023

আগামীকাল মহান স্বাধীনতা দিবসের কার্যক্রম

মার্চ 25, 2023

রোজা রেখে কী করা যাবে ও যাবে না

মার্চ 25, 2023

সামাজিক যোগাযোগ মাধ্যম

Facebook Page

Twitte

Instagram

Linkedin

Yiutube

বাতায়ন24.কম

সম্পাদকঃ আবুল কাশেম পাটোয়ারী। বার্তা সম্পাদকঃ খোরশেদ আলম বিপ্লব। নির্বাহী সম্পাদকঃ তানভীর আহমেদ। প্রকাশকঃ আজম পাটোয়ারী। প্রকাশক কর্তৃক দক্ষিন টরকী,মতলব উত্তর,চাঁদপুর থেকে প্রকাশিত।

WhatsApp: +880-1834-986850
E-mail: [email protected]
প্রযুক্তি সহায়তা : মোহাম্মদ আরিফ হোসেন

  • Batayan24.com
  • Privacy Policy
  • কাব্য সমগ্র
  • জীবন ব্যবস্থা
  • নারী আলাপন
  • ফটো গ্যালারী
  • ব্যবহারের শর্তাবলি
  • শিশুতোষ
  • সপ্তাহের আলোচিত খবর
  • সম্পাদকীয়
  • সাহিত্য সম্ভার

© ২০২০-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - অনলাইন পত্রিকা বাতায়ন২৪ডটকম (R. D. M. Media & Publishing).

  • সপ্তাহের আলোচিত খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য পরামর্শ
  • বাংলার বই
  • সাহিত্য সম্ভার
  • কাব্য সমগ্র
  • শিশুতোষ
  • সম্পাদকীয়
    • বিশেষ কলাম
  • আমাদের সম্পর্কে
    • Privacy policy
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন

© ২০২০-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - অনলাইন পত্রিকা বাতায়ন২৪ডটকম (R. D. M. Media & Publishing).

ফিরে আসার জন্য স্বাগতম!

Sign In with Facebook
OR

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

Forgotten Password?

নতুন অ্যাকাউন্ট তৈরি!

Sign Up with Facebook
OR

নিবন্ধন করতে নীচের ফর্মগুলি পূরণ করুন

সমস্ত ক্ষেত্র প্রয়োজন প্রবেশ করুন

পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার নাম বা ইমেল লিখুন.

প্রবেশ করুন