কেউ এল না, শূন্য জীবনে কেউ এল না,
স্বপ্ন দেখেছি কত পূর্ণতা পেল না।।
আশায় বেচেঁ আছি,ভালবাসা মানুষ পাব,
আর সুখে দুখে ,মিলেমিশে দিন কাটাব।
ভাগ্য বিধাতা জানে,
আমার কপালের এ দুঃখ কেন গেল না।।
শুন্য জীবনে কেউ এল না।
কোন দোষে সাথী ছাড়া বেচেঁ আছি একাকী,
জানি না এ জীবনে, পাব কারও দেখা কি?
যে বুঝবে আমায়,
তার দেখা এ মন এখনো পেল না।।
শুন্য জীবনে কেউ এল না।