তারেক আল মুনতাসির
শুধু তোমার জন্য কবিতা লিখেছি ,
লিখেছি কত না গান ;
শুধু তোমারই জন্য আমার আমিকে
করে গেছি নিষ্প্রান ;
শুধু তোমার জন্য সুর, তাল , লয়
চলে গেছে রসাতলে ;
শুধু তোমার জন্য জীবন আবার
জীবনের কথা বলে !
শুধু তোমার জন্য খাতার পাতায়
প্রেমের কবিতা লিখি !
সেই তোমার তরেই হৃদয়ে আবার
বিরহের ছবি আঁকি !
শুধু তোমার জন্য আকাশের
মেঘে কত ছবি আঁকা দেখি !
সেই তোমার তরেই ঘন কালো মেঘে
ঢেকে যায় দিনরবি !
তাই তোমার জন্য চিরকাল মোর
হৃদয় রেখেছি শূন্য !
সেই তোমার তরেই জীবন রেখেছি
তুমি করে দেবে পুর্ণ