আইরিন সুলতানা লিমা
বৃষ্টি নামুক, ভিজুক শহর
ভিজুক এবার
ব্যর্থ মগজ পাউবোর, ওয়াশার
ভিজুক মগজের যত অশ্লীলতা, অসভ্যতা আর ব্যাঙ্গাত্মক কপটতা।
সব ব্যর্থ, এবার সিসির পালা
খাল,জলাশয় এবার তার দখল নেবার বেলা।
দেখব এবার কেমন সে পারে
ড্রেনের মুখটা খুলে দিতে
জলাশয়ের সব আবর্জনা কেমন করে
ফুরিয়ে দিতে।
উন্নত শহর উন্নত রাষ্টের বুলি,
সরকারের দিকে আঙ্গুল তোলা হাতের আবর্জনা;
কেমন করে সাফ করে।
দেখব আরো কেমন করে অমানুষগুলোকে মানুষ করে,
কেমন করে প্রকৃতির সাথে যুদ্ধ করে,
কেমন করে আত্মহননকারীকে বাঁচিয়ে রাখে ভোগ বিলাসে।