সৌমেন দেবনাথ
দিনে থাকি কাজে রত
শীত ভুলে যাই তাতে,
বড় কষ্টে কাঁপতে থাকি
সূর্য ডুবলে রাতে।
গত বছর পেয়েছিলাম
একটা পাতলা কম্বল,
শীত রুখতে এই দুর্যোগ শীতে
এটাই মাত্র সম্বল।
তোমার গায়ে মোটা জ্যাকেট
শীতে তুমি খুশী,
আমি শীতে কষ্টে মরি
আমি কিসের দোষী!
মোটা চাদর গায়ে তোমার
থাকো সদা জিতে,
আমার গায়ে ছেঁড়া জামা
মরি কেঁপে শীতে।
খেজুর রসে তোমরা মাতো
খাও যে পিঠাপুলি,
অামরা শীতে কাজ হারিয়ে
খালি বাজার ঝুলি।
তোমরা থাকো লেপ-তোষকে
বোঝ না শীতের বাড়,
আমরা থাকি খোলা হাওয়ায়
কাঁপে দেহের সব হাড়।
পথ শিশু পথ শ্রমিক
পথের পাশে ঘুমাই,
আমরা বুঝি শীতে জ্বালা
হীন-দীনের নাই ঠাঁই।