ইমরান খান রাজ
শীতের পাখি আসছে নিয়ে
মহা শীতের বার্তা,
মাঘের শীতে কাঁপছে শিশু-
কাঁপছে বাড়ির কর্তা।
সকাল হলেই শিশিরজলে
ভিজে থাকে ঘাস,
শীতল জলে সকাল-সাঁঝে
স্নান করে পাতিহাঁস।
খেজুরের রস পাড়তে গাছি
ভোরেই গাছে চড়ে,
তীব্র শীতে গামছা গায়ে
নড়বড়ে হয়ে পড়ে।
নানান ফুল গাছে গাছে ফোটে
মৌমাছি হাসে মিষ্টি,
শীতের সকাল মধুর লাগে
যতদূর যায় দৃষ্টি।