চিত্তরঞ্জন সাহা চিতু
সবুজের দেশ ঘিরে শীত বুঝি আসে,
শিশরের কণাগুলি ঘাসে ঘাসে ভাসে
কুয়াশার সাদা ধোয়া দেশ যায় ঘিরে,
হেমন্ত আসলেই শীত আসে ফিরে।
এই শীতে ধুম পরে বাঙালির ঘরে,
শিউলির ফুল গুলি খেলা বুঝি করে।
রাস্তার ধারে ধারে আগুনের খেলা,
গাঁয়ে গাঁয়ে যাত্রা বসে শীত মেলা।
পিঠা পুলি করে শীতে মা আর কাকি,
এই দিনের জন্য চেয়ে চেয়ে থাকি।
খেজুরের রস বুঝি বড় মিঠে লাগে,
এই শীত ভাল লাগে মনে খুশি জাগে।
বড় বাজার, চুয়াডাঙ্গা ।