শীতটা এলে আকাশ থেকে
শিশির তখন ঝরে,
শীতটা মনে পরে।
শীতটা এলে খেজুর গাছে
রস পরে টুপ টুপ,
পালটে যায় রূপ।
শীতটা এলে পিঠা পুলির
অমনি পরে ধুম,
চোখেতে ঘুম ঘুম।
শীতটা এলে পথে পথে
চলে আগুন খেলা,
কাটে সকাল বেলা।
শীতটা এলে কনকনে শীত
তখন বুঝা যায়,
শহর এবং গায়।
(বড় বাজার, চুয়াডাঙ্গা।)
অনলাইন সাহিত্য পত্রিকা বাতায়ন24-Subscribe করার জন্য ধন্যবাদ
সম্পাদকঃ আবুল কাশেম পাটোয়ারী। বার্তা সম্পাদকঃ খোরশেদ আলম বিপ্লব। নির্বাহী সম্পাদকঃ তানভীর আহমেদ। প্রকাশকঃ আজম পাটোয়ারী। প্রকাশক কর্তৃক দক্ষিন টরকী,মতলব উত্তর,চাঁদপুর থেকে প্রকাশিত।
WhatsApp: +880-1834-986850
E-mail: [email protected]
প্রযুক্তি সহায়তা : মোহাম্মদ আরিফ হোসেন
© ২০২০-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - অনলাইন পত্রিকা বাতায়ন২৪ডটকম (R. D. M. Media & Publishing).