অনিক বৈদ্য
ডিজিটাল যুগের সমাজগুলো
শিক্ষিত মানুষে পূর্ণ,
তাদের মাঝে অনেক মহাশয়
উচ্চ মানের মূর্খ।
না জানে তারা আচার ব্যবহার
নয় নম্র বিনীত,
অথচ দেখ সমাজগুলো
তাদের দ্ধারা পরিচালিত।
নাচতে তারা নাহি জানে
উঠান নাকি বাকাঁ,
স্বার্থকে সর্বদা সিদ্ধি করে
চেনে কেবল টাকা।
নেই তাদের বিন্দুমাত্র মনুষ্যত্ব
ধর্মীয় গোড়ামীতে অন্ধ,
নিজে শাক দিয়ে মাছ ঢেকে
অপরের করে গালমন্দ।
তাদের সব কাজ লোক দেখানো
মহৎ উদ্দেশ্যে নয়,
নিজের বাহাদুরি প্রকাশ করতে
করে মিথ্যে অভিনয়।
শিক্ষিত মূর্খ হতে দূরে থেকে
সুশিক্ষায় হব শিক্ষিত,
দেশ ও জাতির কল্যাণে
সদা থাকব রত।।