পরাধীনতার শৃংখল জ্বালা হয়তো আমাদের এই প্রজন্ম বুঝতে পারেনি। যারা পরাধীনতায় থেকেছেন তারাই বুঝতে পারছেন মুক্তির কি স্বাদ। দীর্ঘদিন পরাধীনতায় থাকতে-থাকতে পাখি যেমন উড়তে ভুলে যায় জাতিও সে রূপ খাঁচায় বন্দি পাখির মত ছটফট করতো কিন্তু উড়ার সাধ্য ছিল না।
কিন্তু বাংলাদেশ এমনই একটা দেশ যে দেশের জনগণ স্বপ্ন দেখতে জানে এবং স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য অন্যতম শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর এর মত নেতা আবির্ভূত হন। ১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর শেখ মুজিবুর এর হাত ধরেই বাঙালি তার স্বপ্নকে বাস্তবে রূপ দান করে নিজস্ব সত্তার বিজয় নিশান উচ্চে তুলে ধরে। এজন্য জাতিকে অনেক ত্যাগ এবং যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এমনকি মা-বোনদের সম্ভ্রমও খোয়াতে হয়েছে। আবারো বলা যায় ত্যাগেই প্রাপ্তির সুখ।
এই মহান বিজয় দিবসে বাতায়ন-24 এর সাহিত্য বিভাগের সম্পাদক হিসেবে আমি বাংলাদেশের আমার ভাই বোন বন্ধু বান্ধবী ও সমস্ত গুরুজনদের আদর ভালবাসা ও শ্রদ্ধা জানাই ও ছোটদের প্রতি রইল অনেক অনেক আদর।
টিংকুরঞ্জন দাস
শিক্ষা সম্পাদক,বাতায়ন24