সাইদ খান
শাহাদাতের ফুল ফুটেছে
মরুর বাগিচাতে।
সেই ফুলের ই গন্ধে যে আজ
প্রাণ ভ্রমরা নাচে।
আকাশের চাঁদ নামল
যে আজ মা আমিনার কোলে।
সে চাঁদের আলোতে আজ
মক্কা মদিনা হাসে।
শাহাদাতের ফুল ফুটেছে
মরুর বাগিচাতে।
সে ফুলের ই সুবাস মেখে
প্রজাপতি নাচে।
আজকে মোদের খুশির দিন
ধরায় এলেন রাসুল আল আমীন,
সেই খুশির ঢেউ এ আজ
হৃদয় আমার নাচে।
রাসুল নামের ফুল ফুটেছে মরুর বাগিচাতে।
সেই ফুলের পাপরি উড়ে
সারা দুনিয়াতে।
এ হৃদয় আজ ভরে গেছে
তার ই সুবাসে।