মতিবুল হক
স্বার্থলোভী ভণ্ড নেতায়
ভরে গেলো দেশ
গরিব দুঃখীর সেবার নামে
খাচ্ছে করে বেশ ।
দুস্টু লোকের মিষ্টি কথায়
সবাই ভড়কে যায়
দেশের স্বার্থে দশের স্বার্থে
আগে ভোটটা চায় ।
ভোটের আগে এসব নেতা
গরম ভাষণ দেয়
জনগণের ভোটটি পেয়ে
আখের গুছে নেয় ।
সরকার দিলে ত্রাণ সামগ্রী
নেতা তুলে খায়
নিজের ভাগে কম পড়িলে
অন্য দলে যায় ।
দেশটা গেলো রসাতলে
দেখার কেহ নাই
মুখোশধারী সমাজসেবীর
কঠিন শাস্তি চাই ।।