ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা পোর্ট পৌরসভায় সকাল থেকে একটানা ভোট গ্রহন চলছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর কিছু চোখে পড়েনি।
ভোট কেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।বিরতিহীন ভাবে চলেছে এ ভোট গ্রহন।পুলিশ, র্যাব স্ট্রাইকিং ফোর্স সহ সকল ম্যজিষ্টেটগন ঘুরে ঘুরে নির্বাচন কেন্দ্র গুলা তদারকি করছেন।
তবে হারের ভয়ে বিএনপি সমর্থিক মেয়র প্রার্থী জুলফিকার আলী সহ ১২ জন প্রার্থী এ ভোটকে বয়কট করার ঘোষনা দিয়েছেন।যরা যারা এ ভোট বয়কট করেছেন তারা হলেন
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মো. হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।
তবে শান্তিপূর্নভাবে ভোট একটানা চলতে দেখা গেছে।এবং তা কোন প্রকার বিরতি হীন ভাবে বিকেল চারটা আবধি চলবে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রিজাইডিং অফিসারগন।