আজকে আমার শব্দগুলো
খোলা আলোয় দীপ্ত,
আজকে আমার ভাবনাগুলো
রৌদ্র মায়ায় সিক্ত।
আজকে আমার বাক অধিকার
অসীম আকাশ উদার,
আজকে নেই কোন হাহাকার
নেই কোন রুদ্ধদ্বার।
আজকে পাই ফাগুন হাওয়ার স্বাদ
পুষ্পের মুক্ত সৌরভ,
নতুন আলোয় গান রচে যাই
অসীম আমার গৌরব।
রক্ত মাখা শব্দ নিয়ে
হয় না পথে কেউ শব,
একুশ এলে স্মরণে তাই
বেদনার মহোৎসব।