উম্মে কুলসুম মুন্নি
জীবনের ভাবনাগুলো ধীরে ধীরে যেন মরিচীকা হয়ে যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে কোন অচেনা সীমানায় ।
রঙীন স্বপ্নগুলো চমক হারিয়ে হয়েছে মলিন,
চারিদিকে শুধু না পাওয়া আর হারানোর বেদনা,
শুন্যতা আর অভাবের নীল বিষ ছড়িয়ে পড়েছে সমাজ সংসারের প্রতি টি রন্ধে রন্ধে।
বিশ্বাস, ভালোবাসা, আবেগ এসব যেন আজ শুধু গল্প কবিতার ভাষা ।
হতাশার মেঘ ভর করছে জীবন আকাশে,
স্বার্থ আর লোভের আগুনে পুড়ছে মায়ার বাঁধন ,
তুচ্ছ কারনে কেড়ে নিচ্ছে কত নিস্পাপ প্রান ।
প্রকৃতি ও যেন আজ বিষন্ন ,
বৈরীতার আচ্ছাদনে ঢেকে দিতে চাইছে জীবন, জীবিকা,
ফেনিল জল ভাসিয়ে নিতে চায় শেষ সম্বল টুকু আর
পরম যত্নে গড়া ফসলের মাঠ ।
মহামারীর ভয়াল থাবায় নিভে যাচ্ছে
প্রতি নিয়ত কত শত জীবন প্রদীপ ,
অর্থ বিত্ত,প্রভাব প্রতিপত্তি সবই অর্থহীন,
অচ্ছুৎ ভেবে দূরে সরে যায় পুত্র কন্যা,আত্মীয় পরিজন ।
এ কেমন নিয়তি ?
ভালোবাসা আর মমতায় ঘেরা সাজানো সংসার
পিছনে ফেলে নিষ্প্রাণ দেহ নিরবে অপেক্ষায় শবযাত্রার ।।